মোঘলদের প্রতি এত ঘৃণা কেন? মুসলিম তো কারো কোনো ক্ষতি করেনি তবে এতো হিংসা কেন
নিজস্ব প্রতিবেদন : মোঘল সম্রাজ্যের পতি এতো ঘৃণা কেনো মুসলিরা তো কারো অন্যায় করেনি তবে এতো মুসলিমদের প্রতি এতো অন্যায় অত্যাচার কেন দিল্লির একজন হিন্দু লোক ও তার কয়েক জন বন্ধু মিলে আবার সে নিজেকে গোরক্ষক বলে । প্রথমে সে দিল্লির 'আকবর রোড'-এর সাইনবোর্ডে প্রস্রাব করে, তারপর তার বন্ধুদের সাথে মিলে নামটি কালো করে মুছে ফেলে এবং তারপর 'ছত্রপতি শিবাজি'র পোস্টার লাগায়।
এই সন্ত্রাসীদের বিজেপি সরকার প্রশাসনের প্রকাশ্য সমর্থন রয়েছে। এ কারণেই তারা আইন ও পুরো ব্যবস্থার ওপর প্রস্রাব করে এসব করছে। তারা জানে যে আমরা হিন্দু, সংখ্যাগরিষ্ঠ এবং সমস্ত আইন আমাদের, তারা আমাদের পকেটে আছে, কেউ আমাদের কি করতে পারে?
যদি তোমাদের মনে থাকে, এই একই দক্ষ চৌধুরীর বিরুদ্ধে কিছু দরিদ্র মুসলিম আবর্জনা সংগ্রহকারীদের মারধর, তাদের বাংলাদেশি বলা এবং কংগ্রেস নেতা কানহাইয়া কুমারকে চড় মারার অভিযোগ রয়েছে। এছাড়াও, তার বিরুদ্ধে এর আগেও এমন অনেক অভিযোগ আনা হয়েছে, গাজিয়াবাদের একটি মসজিদে প্রবেশ করে পরিবেশ নষ্ট করার চেষ্টা করার জন্য তাকে গ্রেপ্তারও করা হয়েছিল।
আরও পড়ুন : আজকে আমরা জানবো নামের প্রথমে M থাকা মানুষগুলোর চরিত্র ! তারা কোন স্বভাবের হয়
মনে হচ্ছে মিডিয়া তাদের কৌতুকের সাথে মশলা যোগ করে এটিকে একটি সুন্দর উৎসাহ দিচ্ছে। এবারও মিডিয়া এটাকে ছাভা ছবি দেখার পর তরুণদের ক্রোধ বলছে। জানিনা ভারতে কি চলছে
Zoom in 24 news এর আর্টিকেল টি পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার দিনটি শুভ হোক
