IPL 2025: কলকাতা নাইট রাইডার্সের ব্যাটিং নিয়ে চিন্তা নেই ব্র্যাভোর, প্রত্যাবর্তনের আশায় দল

নিজস্ব প্রতিবেদন : মুম্বই ইন্ডিয়ান্সের বিপক্ষে kolkata knight riders মাত্র ১১৬ রানে অলআউট হয়েছিল। দলের কোনও ব্যাটারই উল্লেখযোগ্য রান করতে পারেননি, যা সমর্থকদের হতাশ করেছিল। তবে দলের মেন্টর ডোয়েন ব্র্যাভো এই পরিস্থিতি নিয়ে একেবারেই চিন্তিত নন। তিনি মনে করেন, ব্যাটাররা দ্রুতই ফর্মে ফিরবে এবং জয়ের ধারায় ফিরবে KKR

kolkata knight riders

ম্যাচ উইনারদের উপর আস্থা রাখছেন ব্র্যাভো

বুধবার ইডেনে ব্র্যাভো বলেন,আমাদের দলে একাধিক ম্যাচ উইনার রয়েছে। রিঙ্কু ( (সিং) একাই ম্যাচ ঘুরিয়ে দিতে পারে। (আন্দ্রে) রাসেলের সেই সামর্থ্য রয়েছে। রমনদীপ (সিং) ম্যাচ জেতানোর ক্ষমতা রাখে। বেঙ্কটেশ (আয়ার) ফর্মে ফিরলে দলের জন্য বড় ভূমিকা নিতে পারে। আমার দায়িত্ব হল ওদের মনে করিয়ে দেওয়া যে, ওরা কত বড় মাপের ক্রিকেটার। কেউই ১৪টা ম্যাচ ধারাবাহিকভাবে দুর্দান্ত খেলতে পারবে না, এটা বাস্তব। তবে দল হিসেবে আমাদের মনোবল ধরে রাখতে হবে।”

আরও পড়ুন : আপনার ছবি কি চুরি হয়ে যাচ্ছে? জানুন আসল সত্য!

ব্যাটিং ফর্ম নিয়ে বিশেষ উদ্বেগ নেই নাইট শিবিরে

টানা কয়েকটি ম্যাচে দলের ব্যাটিং পারফরম্যান্স ভালো না হলেও, ব্র্যাভোর মতে এটা নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। তিনি বলেন,

“আমাদের ব্যাটিং নিয়ে কোনও সমস্যা দেখছি না। তিন ম্যাচের পরে আমরা যে পরিস্থিতিতে রয়েছি, অন্য অনেক দলও একই অবস্থায় আছে। আমরা সঠিক পথ খোঁজার চেষ্টা করছি। একবার সেই ছন্দ পেয়ে গেলেই সব ঠিক হয়ে যাবে। আমাদের ব্যাটিং লাইনআপ যথেষ্ট গভীর এবং প্রতিভাবান ক্রিকেটারে পূর্ণ। আত্মবিশ্বাস ফিরে এলেই আমরা জয়ের ধারায় ফিরব।”

আরও পড়ুন : Jio-র ধামাকা! ১ বছরের নতুন রিচার্জ প্ল্যান, আনলিমিটেড 5G ইন্টারনেট ও ফ্রি কলিং

সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ লড়াই

বৃহস্পতিবার ইডেনে মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্স এবং সানরাইজার্স হায়দরাবাদ। আগের ম্যাচে দুই দলই পরাজিত হয়েছে, ফলে এই ম্যাচে জয়ের জন্য মরিয়া থাকবে তারা। অনুশীলনে আন্দ্রে রাসেলকে বড় শট খেলতে দেখা গিয়েছে, যা কেকেআর সমর্থকদের আশাবাদী করে তুলেছে যে, ম্যাচেও তাঁর ব্যাট থেকে ঝড় উঠবে।

এই ম্যাচে কেকেআর কি ব্যাটিং ফর্মে ফিরতে পারবে? সমর্থকদের প্রত্যাশা থাকবে, ব্র্যাভোর কথার মতোই ব্যাটাররা নিজেদের মেলে ধরবে এবং দল জয়ের পথে ফিরবে।



Previous Post
No Comment
Add Comment
comment url




sr7themes.eu.org
How To Get It For Free?

If you want to get this Premium Blogger Template for free, simply click on below links. All our resources are free for skill development, we don't sell anything. Thanks in advance for being with us.