BREKING NEWS মোদী সরকার ছোট ব্যবসায়ীদের বিনামূল্যে ৩০ হাজার টাকার ক্রেডিট কার্ড দিচ্ছেন

Central Government scheme : এইবার কিন্তু মোদী সরকার ছোট ব্যবসায়ীদের সম্পূর্ণ বিনা মূল্যে ক্রেডিট কার্ড প্রদান করবেন সেই ক্রেডিট কার্ডে ৩০ হাজার টাকা জমা থাকবে। যারা ছোট ব্যবসা করছো বা করবে এমনও কিছু ব্যবসিক আছে টাকা টাকার অভাবে ব্যবসাটি করতে পারছে না তাঁদের জন্য খুব উপকারী হবে। ভারত সরকার এটা একটা প্রকল্প চালু করেছে সেই প্রকল্পটির নাম্বার হলো পিএম স্বনিধি যোজনা এইটার মাধ্যমে ছোট ব্যবসিকরা খুব উপকার হবেন। এটাই হলো এই কার্ডটির মূল উদ্দেশ্য 


PM Svanidhi Yojana

এই প্রকল্পে কি সুবিধা পাবেন 

অনন্যা প্রকল্পের চেয়ে এই পিএম স্বনিধি যোজনা প্রকল্পে অনেক সুবিধা আছে এইখানে ৭% ঋণের উপর সরকারি ভুতর্কি মিলবে আর বছরে ১২০০ টাকা কেসব্যাক পাবেন। আপনাকে কিন্তু ৩০,০০০ UPI Link ক্রেডিট কার্ড প্রদান করা হবে। এবং আপনি যদি এইখানে ঋণ নিতে চান তাহলে আপনাকে কারো সাহায্য লাগবে না সহজেই আপনি ঋণ পেয়ে যাবেন। আর আপনি ঋণ নেয়ার পর সময় মতো ঋণ যদি পরিশোধ করেন তাহলে আপনাকে ৭% ভুতুর্কি এবং কেসব্যাক পাবেন। আর আপনি যদি সময় মতো ঋণ পরিশোধ করেন তাহলে পরের বার ঋণ নেয়ার সময় আপনাকে বড়ো অংকের টাকা ঋণ দেওয়া হবে 

আরও পড়ুন : Ration card, মার্চ মাসে রমজান উপলক্ষে স্পেশাল প্যাকেজ, কোন কার্ডে কতগুলো সামগ্রী পাবেন 

আবেদন যোগ্যতা 

আপনি যদি এই প্রকল্পে আবেদন করতে চান তাহলে আপনাকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে। এবং আপনি যদি এই প্রকল্পে আবেদন করতে তাহলে আপনার পরিচয় পত্র যেমন ভোটার কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স এইগুলো আপনাকে জমা করতে হবে 

এইখানে যারা হকার, বা ছোট ব্যবসা করেন তারাই আবেদন করতে পারবেন 


কিভাবে আবেদন করবেন 

প্রথমে আপনাকে এই প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে https://pmsvanidhi.mohua.gov.in/ আসার পরে এপ্লাই অপসনে ক্লিক করার পর সমস্ত প্রমান পত্র যেমন ভোটার কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, আরও প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড বা জমা করতে হবে আর যদি পরিপূর্ণ তথ্য জানতে হলে আপনাকে ওয়েবসাইট ভিসিট করে দেখে আসতে পারেন 

আরও পড়ুন : ৩৫১ কোটি ফসল ক্ষতির টাকা ঢুকে গেল কৃষকের ব্যাংক একাউন্টে, রাজ্যে সরকার জানিয়ে দিলেন সরাসরি 

PM Svanidhi Yojana কি 

PM Svanidhi Yojana হলো যারা ছোট ছোট ব্যবসায়িক আছেন তাদের জন্য এই প্রকল্পটি চালু করা এই প্রকল্পের মাধ্যমে যারা ছোট ব্যবসায়ী আছেন তাদেরকে আর্থিক সাহায্য করে। এখানে তিনটি ধাপযে ঋণ প্রদান করা হয়। প্রথম ধাপে আপনাকে দশ হাজার টাকা দেওয়া হবে এবং এই ঋণ যদি আপনি পরিশোধ করেন তাহলে আপনাকে ২০ হাজার টাকা দেওয়া হবে। এবং সর্বশেষ আপনাকে ৫০ হাজার টাকা অবধি দেওয়া হবে 


নিয়মিত খবরের আপডেট পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হন নিচে স্ক্রল করুন এবং যুক্ত হয়ে জান 👇👇👇



Next Post Previous Post
No Comment
Add Comment
comment url




sr7themes.eu.org
How To Get It For Free?

If you want to get this Premium Blogger Template for free, simply click on below links. All our resources are free for skill development, we don't sell anything. Thanks in advance for being with us.