রেশনে চাল-গম বন্ধ! এবার সরাসরি টাকা পাবেন গ্রাহক, বিপদে রেশন ডিলার রা!

নিজস্ব প্রতিবেদন: দিল্লিতে রেশন ব্যবস্থায় বড় পরিবর্তন আসতে চলেছে। চাল-গম দেওয়ার বদলে এবার সরাসরি গ্রাহকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানোর পরিকল্পনা করছে কেন্দ্র সরকার। প্রথমে দিল্লিতে, তারপর ধাপে ধাপে দেশের অন্যান্য রাজ্যেও এই ব্যবস্থা চালু করা হবে। এর আগে চণ্ডীগড়, পুদুচেরি আর লাক্ষাদ্বীপে পরীক্ষামূলকভাবে এই পদ্ধতি শুরু হয়েছে। দিল্লিতেও জানুয়ারিতে এই বিষয়ে আলোচনা হয়েছে, আর খুব শিগগিরই কর্মকর্তাদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে।

রেশনে চাল-গম বন্ধ! এবার সরাসরি টাকা পাবেন গ্রাহক, বিপদে রেশন ডিলার রা!

Retion card new update

এই নতুন নিয়ম নিয়ে রেশন ডিলারদের মধ্যে বেশ আতঙ্ক ছড়িয়ে পড়েছে। যদি রেশনে নগদ টাকা দেওয়া হয়, তাহলে রেশন দোকানদাররা সমস্যায় পড়বেন, এমনটাই মনে করছেন তাঁরা। তাই এবার তাঁরা রাস্তায় নামার প্রস্তুতি নিচ্ছেন। অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশন জানিয়েছে, তাঁরা বাংলা আর তামিলনাডুর মডেল চালুর দাবিতে দেশজুড়ে আন্দোলন করবেন। বাংলার মডেল অনুযায়ী সবাইকে রেশন দিতে হবে, আর তামিলনাডুর মডেলে রেশন ডিলারদের সরকারি কর্মী হিসেবে স্বীকৃতি দিতে হবে। এপ্রিল থেকে তাঁরা আন্দোলন শুরু করবেন, প্রথমে শান্তিপূর্ণভাবে, কিন্তু তাতেও কাজ না হলে বড় আন্দোলনের পথে হাঁটবেন বলে জানানো হয়েছে।

আরও পড়ুন: Vivo Y39 5G লঞ্চ! 50MP ক্যামেরা, 6500mAh ব্যাটারি ও বিশাল অফার – এখনই দেখুন!

রেশন ডিলাররা অনেক দিন ধরেই তাঁদের কমিশন বাড়ানোর দাবি জানিয়ে আসছেন, কিন্তু কেন্দ্র সরকার সে বিষয়ে গুরুত্ব দেয়নি। এবারের বাজেটেও তাঁদের জন্য কোনও বরাদ্দ বাড়ানো হয়নি। শুক্রবার রেশন ডিলারদের সংগঠনের সাধারণ সম্পাদক বিশ্বম্ভর বসু অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের সঙ্গে দেখা করে তাঁদের দাবি জানিয়েছেন, কিন্তু তাতে আশাব্যঞ্জক কোনও প্রতিক্রিয়া মেলেনি। তাই এবার তাঁরা আন্দোলনের ঘোষণা করেছেন।



Next Post Previous Post
No Comment
Add Comment
comment url




sr7themes.eu.org
How To Get It For Free?

If you want to get this Premium Blogger Template for free, simply click on below links. All our resources are free for skill development, we don't sell anything. Thanks in advance for being with us.